জমানো কুয়াশায় মুখ ধুয়ে যে রোজকার যাত্রা শুরু করি,
তোমার কাছে সেটাই আমার ভালো থাকার সাক্ষ্য দেয়।
অথচ একটুখানি জলের অভাবে আমার চামড়া কুঁচকে যাচ্ছে।
তারচেয়ে চাতক হলেও ভালো হতো,
অন্তত আমার যে জল ছুয়ে দেয়ার অধিকার নেই সেটা তো তুমি জানতে?
হয়তো তখন করুণা করে হলেও আমার উপর বৃষ্টি হয়ে আসতে!!
আজকাল বড্ড পরিচয় সংকট ঘিরে ধরে আমাকে।
না হলাম ঘাস, না হতে পারলাম চাতক।
কখনো সুযোগসন্ধানী চিল, কখনো হায়েনার ডাক দেয়া বিশ্বাসঘাতক।