আমি সেই অবহেলা, সেই নতমুখ নিয়েও
ফিরে না গিয়ে অভিমান-ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকা
আমাকে গ্রহণ করায় দ্বিধান্বিত তোমার চোখ,
তোমার ঠোঁটে বাঁকানো অবিশ্বাস, ভীরুতা।
উৎসব করবো বলে চোখের মণিতে উৎকীর্ণ ফোয়ারা
নিমিষেই চুপসে গিয়ে জল হারিয়ে ফেলা প্রত্যাখ্যান।
অনিচ্ছায় নির্বাসিত ঘোলা চাঁদটা আমার দখলে থেকে গেলো,
বেদনার নীলে ছেয়ে যাওয়া আমার আকাশ
আরো নীল ঢেলে দেবার ভয় দেখাবে কে?

তোমার প্রেমের উত্তাপে আমি গলে যেতে যেতে
কখন যে জমাট কঠিন শিলা হয়ে গেছি তোমার মতোই,
সেই কঠিন কায়াও কেপে উঠা কান্নায় আকুতি হয়ে
নেমে যেতে চায় তোমার মাটির শরীরে,
কিন্তু তোমার চোখে আমাকে নিয়ে দ্বিধা, ভীরুতা
আর বাঁকা ঠোঁটে আমার জন্য হতাশা নেমে গেলো মাটিতে।
আমি সেই নতমুখ, চিকচিকে বালুকার নিচের করুণ বেদনার জল,
আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো।