ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়া একজন ব্যাটসম্যানের জন্য চরম দুর্ভাগ্যের, ওডিআইতে ৯৯রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে ৩৫বার! ৯৯রানে আউট হওয়া ইনিংসগুলো বেশিরভাগই তারকা ক্রিকেটারদের। চলুন দেখি কারা আছেন এই রেকর্ডে-
ওডিআই ক্রিকেটে ৯৯রানে আউট হওয়া ১ম ব্যাটার হলেন ইংল্যান্ডের জেফ্রি বয়কট (১৯৮০)। ৯৯ রানে একাধিকবার আউট হয়েছেন- সনাৎ জয়াসুরিয়া ও শচীন টেন্ডুলকার। জয়াসুরিয়া ২বার, লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ফিরেছেন ৩বার! অদ্ভুত ব্যাপার হচ্ছে শচীনের এই আউটগুলো সব ২০০৭ সালেই!
এছাড়া ৯৯ রানে আউট হওয়া ক্রিকেটারদের ভেতর এখন পর্যন্ত বাংলাদেশের একজনই আছেন- মুশফিকুর রহিম(২০১৮সাল, আবুধাবি, প্রতিপক্ষ পাকিস্তান)।
ভারতীয় ব্যাটারদের ভেতর ৯৯ রানে ১বার করে আউট হয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা।
পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এখন পর্যন্ত একজনই ৯৯ রানে আউট হয়েছেন- রমিজ রাজা। শ্রীলঙ্কার জয়াসুরিয়া ছাড়া ৯৯ রানে আউট হয়েছেন রমেশ কালুভিতারানা, তিলকরত্নে দিলশান ও কুশল পেরেরা।
ভারতের মতই ইংল্যান্ডের ব্যাটাররাও ৮ বার ৯৯ রানে ফিরেছেন, তাঁরা হলেন জেফ্রি বয়কট, অ্যালান ল্যাম্ব, ক্রিস ব্রড, অ্যান্ড্রু ফ্লিনটফ, এউইন মরগান, জস বাটলার, অ্যালেক্স হেলস ও বেন স্টোকস।
ভারত ও ইংল্যান্ডের পর সবচেয়ে বেশিবার ৯৯ রানে ফেরা ব্যাটারদের দল দক্ষিণ আফ্রিকা। ল্যান্স ক্লুজনার, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনিরা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন ১বার করে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ডেভিড ওয়ার্নার ৩৫তম ৯৯রানে আউট হওয়া ব্যাটার। এছাড়া অজি ব্যাটারদের মধ্যে আছেন ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট। নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও লুক রনচি।
বাংলাদেশ ও পাকিস্তানের মতো ৯৯ রানে আউট হওয়া ১ জন করে ব্যাটার আছেন ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের। তাঁরা হলেন যথাক্রমে ক্রিস গেইল, পল স্টার্লিং ও চামু চিভাভা।
৯৯রানে আউট হওয়া ব্যাটারদের অধিকাংশই ক্রিকেটের বড় নাম। তারা যেমন এই তিক্ত স্বাদ পেয়েছেন আবার ক্রিকেটে নিজেদের নাম অনেক উঁচুতেও প্রতিষ্ঠা করেছেন।