কবিতাগুচ্ছ

দ্বিধান্বিত তুমি

আমি সেই অবহেলা, সেই নতমুখ নিয়েওফিরে না গিয়ে অভিমান-ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকাআমাকে গ্রহণ করায় দ্বিধান্বিত তোমার চোখ, তোমার ঠোঁটে বাঁকানো অবিশ্বাস, ভীরুতা।উৎসব করবো বলে চোখের মণিতে উৎকীর্ণ ফোয়ারা নিমিষেই চুপসে গিয়ে জল হারিয়ে ফেলা প্রত্যাখ্যান। অনিচ্ছায় নির্বাসিত ঘোলা চাঁদটা আমার দখলে থেকে গেলো,বেদনার নীলে ছেয়ে যাওয়া আমার আকাশ আরো নীল ঢেলে দেবার ভয় দেখাবে […]

দ্বিধান্বিত তুমি Read More »

 নৈঃশব্দ্য

নিঃসঙ্গ চ্যাপলিন নৈঃশব্দ্য কাটাতেই বুক পেতে দিয়েছিলো কস্তুরি মৃগের ত্রিবেণীর জলে, দাঁড়কাকের অট্টহাসি তার নাসিকা গলিয়ে দেয় চেনা সুঘ্রাণে,নৈঃশব্দ্য কেটে যায় হুট করে; গঙ্গা, যমুনা আর সরস্বতীর যোগী বানাবে বলেই তোমার ত্রিবেণীতে কর্ষিত কস্তুরি বুকে আগলে ধরে বলেছিলেআসছে বর্ষায় আমার অনেকগুলো কদম ফুল চাই-ই চাই!! তোমার মৈনাক চূড়ায় ২৯ টি কদমফুলে শ্রাবণ নামাবো বলে, সিন্ধু,

 নৈঃশব্দ্য Read More »

সংকট

জমানো কুয়াশায় মুখ ধুয়ে যে রোজকার যাত্রা শুরু করি, তোমার কাছে সেটাই আমার ভালো থাকার সাক্ষ্য দেয়।অথচ একটুখানি জলের অভাবে আমার চামড়া কুঁচকে যাচ্ছে।তারচেয়ে চাতক হলেও ভালো হতো, অন্তত আমার যে জল ছুয়ে দেয়ার অধিকার নেই সেটা তো তুমি জানতে?হয়তো তখন করুণা করে হলেও আমার উপর বৃষ্টি হয়ে আসতে!! আজকাল বড্ড পরিচয় সংকট ঘিরে ধরে

সংকট Read More »

নির্বোধ স্বস্তিকা

শরৎ প্যাগোডার শিখরে শুভ্রতা ছড়িয়ে দিতেই ফুটেছিলো শিউলিরা,এরপর থেকে বুকের ২৪ টি হাড়ে বাসা গেড়ে আমাকেও তার বাসিন্দা করে নিলো,অথচ বকুল আমার এক অপ্রিয় প্রিয়তমা, যার ঝরে যাওয়া স্বভাবটা মেনে নিতে না পারলেও দেখে যেতে হয়!তবুও বকুল তলে শুয়ে থাকা স্বভাব পাওয়া মেহবুব তো ফুলের চেয়ে গাছকেই ধারন করার মোহে লেপ্টে থাকে তোমার পবিত্র জমিনে।

নির্বোধ স্বস্তিকা Read More »