দ্বিধান্বিত তুমি
আমি সেই অবহেলা, সেই নতমুখ নিয়েওফিরে না গিয়ে অভিমান-ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকাআমাকে গ্রহণ করায় দ্বিধান্বিত তোমার চোখ, তোমার ঠোঁটে বাঁকানো অবিশ্বাস, ভীরুতা।উৎসব করবো বলে চোখের মণিতে উৎকীর্ণ ফোয়ারা নিমিষেই চুপসে গিয়ে জল হারিয়ে ফেলা প্রত্যাখ্যান। অনিচ্ছায় নির্বাসিত ঘোলা চাঁদটা আমার দখলে থেকে গেলো,বেদনার নীলে ছেয়ে যাওয়া আমার আকাশ আরো নীল ঢেলে দেবার ভয় দেখাবে […]